আমরা সবাই আটকে গেছি জালে।
আর আমাদের নিয়ে,
এক আটপাধারী খেলে।
বিষাক্ত তার শরীর থেকে আঁশটে গন্ধ হয়।
আঁশটে গন্ধে ভক্তি জাগে,
জাগে শ্রদ্ধা ভয়।
আমাদের তিনি নাচান ঘুড়ান জিইয়ে রাখেন জারে।
আমরা কেবল বেঁচেই থাকি,
মৃত্যুর দ্বারে দ্বারে।
আমাদের দিয়ে ভরবেন তিনি বিশাল দুটি পাত্র।
তিনি আটপাধারী সর্বেসর্বা,
আমরা পতঙ্গ মাত্র।
আমাদের নিয়ে খেলবেন তিনি,
আশু প্রতিকার চাই।
আশু প্রতিকার, ওরে
তবেরে...
আশু প্রতিকার নাই।
১৮.০৭.২০১০
No comments:
Post a Comment