এবং আমি তখন একলা ছিলাম।
কোনো শুপাড়িতলায়, শাপলার পাড়ে।
আর কে কে ছিলো একলা তখন?
একলা ছিলো,
শরৎ এর সবুজাভ আকাশ, দিগন্ত বিস্তৃত।
আকাশের মেঘ, পেঁজা তুলার মতো।
একলা ছিলো,
আকাশগামী একটা তরুণ কাঁঠাল গাছ।
কাঁঠালের ডালে বসা একটাই ঘুঘু, তার নাচ।
একলা ছিলো,
সদ্য সমাপ্ত, কলাফলের পরিত্যক্ত ছিলকে।
সিগারেট, একটু আগে
পুরিয়েছে দিলকে।
একলা ছিলো,
সিগারেটের পশ্চাৎদেশ, পরিত্যক্ত-পদপিষ্ট।
বয়ে চলা শুয়োপোকা, উদ্দেশ্য নিরুদ্দিষ্ট।
একলা ছিলো,
মাত্র ঝরে যাওয়া, একটা মৃত লাল কাঁঠাল পাতা।
শূন্য, শব্দহীন, মূক; আমার আন্তরিকতা।
একলা ছিলো,
ঝিমন্ত, রোমওঠা চর্মরোগে
বিভৎস কুকুর।
ঢেউহীন, আশাহীন, একান্ত শান্ত পুকুর।
আরও একলা ছিলো,
পুরাতন ওর্নার টুকরা, মাটিতে মিশেছে প্রায়।
চায়ের কাপ, পাথরের চাইয়ের
উপর।
পাথরের চাই, মাটিতে ভারসাম্য
পূর্ণাবস্থ্ায়।
খবরের কাগজ, কিছুক্ষণ আগে হাত
মোছা।
কলম, ভাঙা নিব,
অর্ধেক কালি ভেতরে।
সিঙারা-সমুচার উচ্ছিষ্ট, খাওয়া হয়নি।
ক'ফোটা বিষণ্ন জল, এখনো শুকায়নি।
আর কে কে একলা ছিলো তখন?
কোনো শুপাড়িতলায়, শাপলার পাড়ে।
কে?
এবং আমি।
এবং আমি তখন একলা ছিলাম।
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment