08 October 2019

অবমূল্যায়ন প্রসঙ্গে


সাক্ষী সময়...
সাক্ষী সে সূর্য যে রোজ বিকেলে অস্ত গেলে সন্ধ্যা হয়...

তখনি, ঠিক তখনি...
আমাদের সমস্ত সত্ত¡া ভূলুণ্ঠিত হয়।
আমরা কোনো পাথরের চাইয়ের উপর বসে...
আর পাথরের চাই বলে উঠে-
তুমি যদি আমাকে প্রাণ দিতে প্রভু...
আর আমাকেও ভালোবাসতে...
আমি হয়তো অবমূল্যায়ন করতাম না।

আমি ভাবি,
আমার যদি সামর্থ্য থাকতো,
আমিও পাথরের চাইয়ের কাঁধে কাঁধ মেলাতাম।
অসহ্য সব যন্ত্রণা বহন করতাম একসাথে।
মূল্যায়ন বা অবমূল্যায়ন প্রসঙ্গে,
আমরা মূক ও বধির হই...
পাথরের চাইয়ের মতো।
পথের পাড়েই পরে থাকে যে।
শুপাড়ি গাছের ছায়ায়...
রোজ ঘুমোতে যায়।

১৬.০২.২০১০

No comments: