বৃক্ষ যেমন আগলে রাখে ঘাস পাখি ফুল নদী
তেমনি করে আগলে আমায় রাখতে তুমি যদি
আমি ছাড়তাম নাগো মায়ার দুনিয়া ছাড়তাম না সংসার
তোমার ছায়ায় দেহ রেখে করতাম জীবন পার
যেমন করে নদী বহে বহে নিরবধি
পাহাড় হতে সাগর পানে বয়ে চলে যদি
আমিওতো ঝর্না থেকে নদী হতে চাই
আমা হতে তোমার পানে বয়ে যেতে চাই
পাখি যেমন বাসা বাঁধে করে ডাকাডাকি
সঙ্গী ছাড়া কেমন করে দুঃখ ভাগাভাগি
আমি তোমার সুখেদুঃখে পাখি হতে চাই
আমি পাখি তুমি পাখি সংসার সাজাই
২৩.১২.২০০৯
[এটি একটি কবিতার বই/২০১০]
No comments:
Post a Comment