একজন অন্ধ লোক।
তাকে কিভাবে বোঝানো সম্ভব? এটা আলো...
তার কাছে আলো এবং অন্ধকার পৃথক নয়।
তাকে কিভাবে বলবো?
তুমি যা দেখছো, তারই নাম অন্ধকার।
আলো অন্য জিনিস। তুমি আলো চেনো না।
অন্ধ চিৎকার করলো।
তোমরাই জানো না আলো কি? মূর্খের দল।
আমি জানি, আমি বুঝি, আমি দেখি।
আমি যা দেখি, তাই আলো।
আর তোমরা যা দেখো, তাই অন্ধকার।
নিজের জ্বলন্ত জগতে বিচরণের নামই আলো।
আর নিজের বাইরে আলোর অনুসন্ধান,
তারই নাম অন্ধকার।
আর এটাই ঈশ্বরের বিধান।
০৪.০২.২০১০
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment