05 October 2019

প্রতিভাস


দীর্ঘক্ষন তার চোখের দিকে তাকিয়ে দেখি
যেনো আলো জ্বলছে অবিরাম।
যে আলোয় আমরা পথ দেখি।
নীরবে যে আলো আমাদের মনে আশার সঞ্চার করে।
আমরা পথ চলতে চলতে দেখি হঠাৎ,
ঠিক মতো আছে কিনা আলো।
যে আলোয় আমরা মাতাল হই।
চোখ ঠিকরে যেনো আলো ঝরে পরে।
যে আলোয় স্বপ্ন শিখি।

সে আলোর সন্ধানেই আছি আজো।
আজো কোনো আলো নাই। পাই নাই।
কোনো চোখ বলে নাই,
আসো আমার আলোয় পথ চলো।
আমার চোখে স্বপ্ন সাজাও।

২৬.০২.২০০৯ 


No comments: