শব্দসত্যসুন্দরম্‌

শব্দসত্যসুন্দরম্‌

শব্দসত্যসুন্দরম্‌, আবেদীন পুশকিনের দ্বিতীয় কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিলো ২০১৩ যিশুসনে। গ্রন্থটির প্রচ্ছদ করেছিলেন- সাইয়্যেদ মুহাম্মদ তাইয়্যেব। গ্রন্থটি প্রকাশ করেছিলো- বটতলা প্রকাশন। পৃষ্ঠাসংখ্যা- ৬৪, গায়ের মূল্য ছিলো- ৯০ টাকা। আইএসবিএন- ৯৭৮-৯৮৪-৩৩-৭১৫৬-০

 

উৎসর্গ

 

আমি যে জগতে ছিলাম,

তারা আমার সাথে না থাকলেও,

একই জগতে ছিলো।

এটা আমাদের প্রাকৃতিক নিয়তি।

 

‘আসিফ এবং আবীর’

 

অনুভূতি

 

সংকটাপন্ন অস্তিত্বের প্রশ্নে আপোষহীন সবে,

রাত শীঘ্র ফুরিয়ে ফুটবে দিনের আলো অবশ্য।

কর্মপরিধির শেষ সময় আজ রাত টুকুই-

কাল দিনে সময় পাবে না, ধরবে জরা আলস্য।