সুরাসুরের দ্বন্দ্বে সকল গরীব পরে মারা।
রক্ত কেবল রক্ত। কেবল রক্ত।
দেবতারা সব অমৃত পায়,
রাক্ষসে পায় বিষ।
জনগণ লবডংকা।
অপ্সরা আসে। সুরেরা দেয়, অসুরেরা পায়।
কি নিগুঢ় দোস্তি!
সুরাসুর সব ভাগ করে নেয়।
জনগণের হিসাব,
লাভের খাতায় বাকী থাক।
জগতের সব সুরাসুর নেক।
সব নিয়ে যাক ভাগ করে।
জনগণের জন্য কেবল থাকবে,
রক্ত। কেবল রক্ত। কেবল রক্ত।
কেবল স্বর্গ। কেবল রক্ত।
২২.১০.২০০৯
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment