প্রথম হলুদ হতে

প্রথম হলুদ হতে

প্রথম হলুদ হতে, আবেদীন পুশকিনের তৃতীয় কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিলো ২০১৮ যিশুসনে। গ্রন্থটির প্রচ্ছদ করেছিলেন- তানবীনা জাহান জুসি। গ্রন্থটি প্রকাশ করেছিলো- চৈতন্য প্রকাশন। পৃষ্ঠাসংখ্যা- ৫৬, গায়ের মূল্য ছিলো- ১৪০ টাকা। আইএসবিএন- ৯৭৮-৯৮৪-৯৩৪১৭-৪-১  

 

উৎসর্গ

 

ইসমাইল হোসেন মেরাজ

 

অনুভূতি

 

যখন বিষণ্ন হবে মন, ক্ষণে ক্ষণ

দিকে দিকে সব হবে, বৃথা আয়োজন

বাঁক থেকে বাঁকে ফেরে, ক্লান্ত চরণ

তখন

এসো... কাছে... বসো...