07 October 2019

শুভ্রপ্রাতের স্বপ্ন


স্বপ্নলোকের অন্ধকারের গহীনকোনে বিচরন
তোমার স্নিগ্ধ দুনয়নে রাখবো আমার দুনয়ন
তোমার ওর্নার ফুলেল সাজে
                   আমার হৃদয়ে বেদনা বাজে
তবু বেদনা ভুলে যাবো করবো বাগান রিসৃজন

আমার হাত তোমার হাতে তোমার চোখে আনন্দন
দুজন সাধের সাথী হবো মহাজাগতিক বন্ধন
আশার মায়ায় ভুলি ব্যাথা
                   সুখদু:খের কইবো কথা
সারাজীবন পাশাপাশি আজীবন আর আমরন

তোমার ঠোট আমার ঠোটে আমার হৃদয় তোমাতে
দুজন মিলে যেতে চাই ঠিক মৃত্যুর আগমূহুর্তে
জীবম্মৃতের মাঝামাঝি
                   এসো দুজন স্বপ্ন সাজি
আবার দুজন মিলিত হই শান্ত-সুখী-শুভ্র প্রাতে

৩১.১০.২০০৯


No comments: