একটা স্লোগান দিতে চাই।
ঈশ্বরের তথ্ত উল্টে যাবে।
ঈশ্বর তার সর্বস্ব সম্পদ ন্যাংটি খুলে ফেলে পালাবে।
সে স্লোগান ছায়া দেবে।
ছাতা হবে নি:ছায়া মানুষের মাথার উপর।
ঈশ্বরের রোষানল বজ্রপাত বারবার ফিরে যাবে।
একটা স্লোগান দিতে চাই।
সব ইট-রড-কংক্রিট ভেঙে পরবে।
নতুন করে জাগবে মানুষ।
নিজেরা জাগবে এবং জাগাবে।
রাস্তায় মানুষের ঢল,
স্লোগানে মুখরিত রাস্তা।
একটা স্লোগান দিতে চাই।
আর খুরিয়ে চলতে হবেনা।
নিজের পায়ে দাঁড়াবো,
হাঁটবো, দৌড়াবো।
সারা পৃথিবী কাঁপবে,
দেখবে, অনুভব
করবে।
চিৎকার করে গলা ফাটিয়ে একদিন
ঘরে ফিরবো।
পরের দিনই তো নতুন সূর্য।
একটা স্লোগান দিতে চাই।
চশমা সহ ও চশমা ছাড়া সমান হবে।
সাদাকালো ও রঙিন চশমা সমান হবে।
রিমসহ ও রিমছাড়া চশমা সমান হবে।
একটা স্লোগান দিতে চাই।
মুষ্ঠিবদ্ধ হাত।
আকাশের দিকে চোখ এবং আঙুল তুলে,
কন্ঠ কাঁপিয়ে স্লোগান দিতে চাই।
আরেকবার সুযোগ দাও।
একটা স্লোগান দিতে চাই।
০৪.০৭.২০০৯
No comments:
Post a Comment