27 August 2020

অর্থ

অর্থ তরল পদার্থের মতো...
ধর্মমতে নিচের দিকে গড়িয়ে যায়।
আমি নিচে নামতে নামতে,
আরো নিচে নামতে চাই।
যতোটুকু নিচে নামলে...
অর্থের নদী সমুদ্রে মিশে যায়।
বিশাল সমুদ্র থেকে আমি,
দুহাত ভরে জল তুলবো।
 
ঈশ্বর বলেন- অর্থ বায়বীয়।
উদ্বায়ু পদার্থের মতো।
বন্ধ করলে থাকে,
খুলে দিলে বাতাসে মিলিয়ে যায়।
 
২১.০৮.২০১৫

No comments: