এটি একটি কবিতার বই

এটি একটি কবিতার বই

এটি একটি কবিতার বই, আবেদীন পুশকিনের প্রথম কাব্যগ্রন্থ। এটি একটি যৌথ কাব্যগ্রন্থ। গ্রন্থটিতে সহকবি ছিলেন কবিবন্ধু লুব্ধক তিলন। গ্রন্থে আবেদীন পুশকিনের অংশটির নাম ছিলো- ‘স্বপ্নশব্দ: পরীক্ষামূলক সম্প্রচারগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিলো ২০১০ যিশুসনে। গ্রন্থটির প্রচ্ছদ করেছিলেন কবি নিজে। গ্রন্থটি প্রকাশ করেছিলো- হাতেখড়ি প্রকাশনী। পৃষ্ঠাসংখ্যা- ৬৪, গায়ের মূল্য ছিলো- ৮৫ টাকা। আইএসবিএন- ৯৮৪-৭০২০০-০০২৮-

 

উৎসর্গ

 

কবিতাগুলো আমাদের সন্তান।

আমাদের সন্তানদের দাদা-দাদীদের।

 

অনুভূতি

 

অসম্ভবকে সম্ভব করো হে মুক্তচঞ্চল।

যদিও জেনো আকাশের নীল ভরবে বেদনায়।

যখন সকল আশা হারায়ে যাবে ঢেউয়ে,

তখনো সবাই যেনো তোমারেই খুঁজে পায়।