এটি
একটি কবিতার বই, আবেদীন পুশকিনের প্রথম কাব্যগ্রন্থ। এটি একটি যৌথ কাব্যগ্রন্থ। গ্রন্থটিতে
সহকবি ছিলেন কবিবন্ধু লুব্ধক তিলন। গ্রন্থে আবেদীন পুশকিনের অংশটির নাম ছিলো-
‘স্বপ্নশব্দ: পরীক্ষামূলক সম্প্রচার’। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিলো ২০১০ যিশুসনে। গ্রন্থটির
প্রচ্ছদ করেছিলেন কবি নিজে। গ্রন্থটি প্রকাশ করেছিলো- হাতেখড়ি
প্রকাশনী। পৃষ্ঠাসংখ্যা- ৬৪, গায়ের
মূল্য ছিলো- ৮৫ টাকা। আইএসবিএন- ৯৮৪-৭০২০০-০০২৮-০
উৎসর্গ
কবিতাগুলো আমাদের সন্তান।
আমাদের সন্তানদের দাদা-দাদীদের।
অনুভূতি
অসম্ভবকে সম্ভব করো হে মুক্তচঞ্চল।
যদিও জেনো আকাশের নীল ভরবে বেদনায়।
যখন সকল আশা হারায়ে যাবে ঢেউয়ে,
তখনো সবাই যেনো তোমারেই খুঁজে পায়।