এই উচ্ছাস, এই
উচ্ছলতা
ঠিক এসে থমকে যায়,
যখন তোমাকে দেখি না
ক্যাফেটেরিয়ার বারান্দায়।
সবাই হাস্যোজ্জ্বল
আনমনে কাটলেট চিবায়,
আর আমি দু:খের বসত গড়ি
ক্যাফেটেরিয়ার বারান্দায়।
অবিন্যস্ত কোকের বোতল
ছড়িয়ে আছে টেবিল জুড়ে,
আমার অবিন্যস্ত চুল অবিন্যস্ত ভুল
ক্যাফেটেরিয়া থেকে দুরে।
ক্যাফেটেরিয়া থেকে দুরে।
ক্যাফেটে...
প্লাবন কে, যার অন্তর ভর্তি দু:খ।
০৩.০৮.২০০৯
No comments:
Post a Comment