26 April 2017

বিশ্রাম

আলো ছিলো... আলো নিভে গেলো... জগৎ জুড়ে নেমে এলো... এক অসম্ভব শূন্যতা... আমার চারপাশে... অন্ধকার চেপে এলো। আমি হাঁটছিলাম... এক অন্ধকার পথে... আমার দু’পাশের গাছেরাও অন্ধকারে... আমি তাদের পাশ কাটিয়ে যাচ্ছি সামনে। অজানা গন্তব্যের দিকে... দেখি সামনে কিছু আলোকবিন্দু... তারা ছুটে চলেছে... তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। আর আমি আলোহীন... কাউকে পেলাম না সঙ্গী... যে আমাকে সাথে নেবে... তার গন্তব্যে। আমার দিকে শত আলোকবিন্দু ছুটে এসেও... আবার আমাকে রেখে... ছাড়িয়ে চলে গেলো। আর আমি পথে... একলা... অন্ধকারে। তারপর আবার আলো এলো... আমি আলো দেখলাম।

পথে হাঁটলেই আলো... সে পথেই অন্ধকার।


০৫.১২.২০০৯
[শব্দসত্যসুন্দরম্‌/২০১৩]

No comments: