20 April 2017

বিষতো আমিও খেতে পারতাম

যখন বসন্তের বাতাসকে বিষাক্ত মনে হবে,
যখন মনে হবে বৃষ্টির শব্দের চেয়ে এই পৃথিবীতে
নোংরা কিছু নেই।
সমস্ত বন্ধন ছিন্ন করে তখন,
ঐ কালো চাঁদটার দিকে হাত বাড়িয়ে
আমিও তো বিষ খেতে পারতাম।

যখন মনে হবে নিরঞ্জন মহাপ্রভু
নিরন্তর ধোঁকা দিয়ে চলেছেন তার সৃষ্টিকে।
নিষিদ্ধ বিষবাষ্পে ভরে রেখেছেন চাঁদের অভ্যন্তর।
ভালো-খারাপ, পাপ-পূন্যের সহজ সমীকরন ভুলে,
আমিও তো বিষ খেতে পারতাম।

শিক্ষা হয়নি যখন হাওয়ার ঘটনায়,
তবু বারবার ভালোবাসা চাই।
সাপের কূটপূর্ণ হৃদয় হতে নির্গত হোক তবু।
সেই ভালোবাসা হৃদয়ে ধারন করে,
আমিও তো বিষ খেতে পারতাম।

সবুজ পৃথিবীকে যখন অন্ধকার মনে হবে,
সভ্যতার দিকে পৃষ্ঠপ্রদর্শন করে,
আমিও তো বিষ খেতে পারতাম।

যদিও শ্যামল পরিনত হবে ধূসর প্রান্তরে।
যে প্রান্তরে আর কোনো মন চরবেনা।
আর কোনো স্মৃতির দায়ভার নেবে না।

তুই কেন্ ধূসর হবি রে শ্যামল প্রান্তর,
বিষতো আমিও খেতে পারতাম।


১৬.০৪.২০০৯
[এটি একটি কবিতার বই/২০১০] 

No comments: