আমার স্বপ্নে আকাশ ছিলো,
বৃষ্টি ছিলো, ফুল ছিলো, মহামায়া।
আমার স্বপ্নে জোস্না ছিলো,
চাঁদ ছিলো, তার ঘ্র্রাণ
ছিলো।
তুমি তাদের মায়া জাগাবে, মহামায়া।
হাতের পাশে তোমাকে পেয়ে একদিন
হয়ত সব ভুলে যাবো।
ভুলে যাবো সব বেদনা-অতীত।
ভুলে যাবো সব অতীত-দুঃখস্মৃতি।
সে স্বপ্নেই আমি আজো জেগে আছি।
তোমাকে পাশে পেয়ে হয়ত,
সব স্বপ্নেরা আবার জাগবে।
সব পুরাতন পাপ আবার ফিরে আসবে
এবং ঘুমন্ত ইচ্ছারা জেগে উঠবে।
তুমি বলবে- চলো আকাশ দেখি।
জোসনায়, রৌদ্রে। হাত ধরে
খোলা বাতাসে।
ছাতিম গাছের নিচে।
যে ছাতিম গাছের নিচে
আমরা মাতাল হই।
তুমি বলবে- আকাশ ভেঙে বৃষ্টি নামুক।
আর তাতে কদম ছড়াক রেণু।
আমাদের স্মৃতিকে ধারণ করে বুকে
সবগুলো কদম তাদের গন্ধ ছড়াক।
আর আমি তাতে ঢালবো রং।
একদিন সব শব্দনৈঃবদ্য
সাজিয়ে তোমার পায়ে রাখবো মহামায়া।
তুমি ফেরাতে পারবেনা চোখ।
তাকিয়ে থেকে থেকে শেষটায় ক্লান্ত হবে।
আমাকে আঁকড়ে ধরতে চাইবে।
আর আমি যদি হাত গলে পিছলে যাই-
আমার সব শব্দসম্পদ তোমার রইবে।
মহামায়া তুমি শব্দের দেবী হবে।
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment