এবং
অবশেষে
আমি আমার
প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে
পারার মতো পর্যাপ্ততায় পৌঁছলাম।
যে ছাতিম গাছে রোজ রাতে পাখি ডেকে
উঠে ফিরে যায় ফের ঘুমঘরে, কাতরতা স্নিগ্ধচোখে।
দুই পাখি সংসার সাজিয়ে বসে ছাতিমের ডালে ডালে ছোট্টটি।
সে ছাতিমের নিচে যে সরকারী বেদী, তার উপরে পরে থাকা মরা পাতা
ছাওয়া আর ঝাঁট না দেয়া। তারই খানিকটা হাত দিয়ে মুছে,
হাত পা সাজিয়ে
দিনরাত চব্বিশঘন্টা বসবো। আর সারাটাক্ষণ তোমার ধ্যানে
ধ্যানে
মগ্ন থেকে থেকে শেষকালে ছাতিমের মরে ঝরে
যাওয়া পাতাটির মতোই ঝরে যাবো।
তবু প্রতীক্ষায় থাকবো তুমি এবং
কেবল মাত্র তুমিই তা সাজিয়ে এনে
আমার হাতের কাছে রাখবে।
আর আমি এইটুকু
আশা নিয়ে
ঝরতে
চাই।
১৮.১১.২০০৯
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment