মিথ্যায় মিথ্যা জন্ম নেয়। মিথ্যায় মিথ্যা বাঁচে। সত্যে
মিথ্যারা মৃত হয়।
জীবন তো সামান্য... অতি সামান্য... পুতুলের মতো।
এক মিথ্যা মদদ দেয় অন্য মিথ্যাদের। মিথ্যারা সর্বেসর্বা হয়।
সত্য কোণঠাসা হয়। দুর্বল হয়, মৃতপ্রায় হয়।
পুনর্জীবন পায়... সত্যে। আরো সত্যে। আবারো সত্যে।
নিজেকে সমর্পণ করো।
সময় এবং প্রকৃতিতে।
সময় তোমাকে নিয়ে যাবে।
সে যেখানে নিয়ে যেতে চায়।
প্রকৃতি তোমাকে পৌঁছে দেবে।
যেখানে সে তোমাকে দেখতে চায়।
তোমাকে এবং তোমাদেরকে...
এবং আরো তোমাদেরকে।
মানুষ তো এক জীবন্ত অনুষঙ্গ মাত্র।
মিথ্যার আশ্রয়ে পায় উষ্ণ ওম, ঘর শান্তির।
নিজেকে দেখতে চাও... স্রোতে। দেখো-
তুমি নিশ্চয় পৌঁছে যাবে।
তোমার নির্দিষ্ট গন্তব্যে।
যা কেউ জানে না...
০৫.০১.২০১১
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment