নাকে তেল দিয়ে ঘুমাও বাঙালী,
তোমাদের তেল, তোমাদের গ্যাস
ওপারে গিয়ে হয় নিঃশেষ।
তবু তোমরা করো দলাদলি।
কে মুজিবসেনা, কে জিয়াবাহিনী,
এসব নিয়ে নয় আর কাহিনী।
এবার দেশকে বাঁচাতে হবে।
দেশের স্বার্থে কে আছো তবে?
দেশের কাছে এসে, দেশকে ভালোবেসে,
দেশের সন্তানেরে তুলে নাও তবে কোলে।
সকল দ্বিধা বিভেদ ভুলে,
কষ্টগুলো মাথায় নাও হেসে।
জেনো আসছে সুদিন সামনে,
হও দেশের জন্য নিবেদিত প্রান,
অতন্দ্র প্রহরী খোলা দুই কান,
এছাড়া সুদিন আসবে তবে কেমনে?
আমাদের দেশে তেলগ্যাসপানি,
সম্পদ নয় প্রান বলে
মানি।
তেলগ্যাসপানি নিতে আসবে,
শক্ত একটা লড়াই হবে।
প্রান দেবো প্রান, তবু গ্যাস নয়।
এর শেষ তো এখানেই নয়।
আবার একটা সংগ্রাম হবে।
সে সংগ্রামে তরুন জিতবে।
কাটিয়ে অসুখ-মৃত্যু-জরা,
আনবে একটি সুন্দর ধরা।
সারা পৃথিবীকে বাজাতে হবে তালি।
সময় হয়েছে ঘুম থেকে জাগো।
জোড় কদমে সামনে আগো,
হে বাঙালী।
২১.০৫.২০০৭
[এটি একটি কবিতার বই/২০১০]
No comments:
Post a Comment