তোমার চুলের গন্ধে আমি স্বপ্ন দেখি অনর্গল,
তোমার মিষ্টি কথার যাদু করে, আমার বুকে চলাচল।
তোমার কষ্টে আমার সুখ, এক নিমেষে বন্ধ হয়,
তোমার সুখে আমার বুকে, দোটানার এক দ্বন্দ্ব হয়।
তোমার জন্য চত্ত্বরে চার ঘন্টা বসতে পারি,
তোমার নামে সারাদিন কাব্যাংক কষতে পারি।
তোমার হাসি আমার ফাঁসি, আমার বুকে বিঁধে কাঁটা,
এদিক চেয়ে একটু হাসো, বিলিয়ে দেবো এ বিশ্বটা।
তোমার দেয়া ফুলটা আমি, ভুল করে যেই রাখলাম,
তোমার দেয়া ভালোবাসা যক্ষের ধন ডাকলাম।
তোমার ডাকা মিষ্টি ডাক, আমার বুকে ডাকে বান,
আমার আশা ধূলায় মিশে, স্বপ্ন ভেঙে খানখান।
তুমি যদি এদিক তাকাও, বিশ্বনিখিল সফল হয়,
মুখ ফিরিয়ে নিলে তুমি, মনটা বেদখল হয়।
২৮.০৩.২০০৮
[এটি একটি কবিতার বই/২০১০]
No comments:
Post a Comment