তৃতীয় রজনীতে স্বপ্ন দেখে ঘুমোতে যাই আমি।
নিঃসঙ্গ আলিঙ্গন হতে মুক্তির বাসনায় জাগি।
যেখানে বাঁধন ঢিলে হয়, সেখানেই কি মুক্তি?
জোয়ার আর ভাটা, ভাটা আর জোয়ার।
একজনের পর একজন। সুমধুর সুর তোলে।
অদ্ভুত ঐকতান তোলে। পরস্পর পরস্পরে।
তবু তো তারা এক নয়। পরস্পর বিরোধী।
স্নেহের গভীরতায় আমরা ভুলি পুরাতনকে।
অস্বাভাবিকতাই হয় সম্পূর্ণ স্বাভাবিক।
আমরা তবু মুক্তি খুঁজি। মুক্তি কিসে?
নিত্য এ অনিত্যে বাঁধা দেবার কিছু আছে কি?
নিয়ত পরিবর্তনশীল ক্রমচলমান নিয়তি।
আমরা এগিয়ে যাই। কোথায়? জানিনা।
তবু চিন্তা রাখো, দীপ্ত পায়ে পতনের।
১১.১১.২০১০
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment