যদি তোমার চুলের গন্ধে,
ঘুম না আসে আমার,
আমার মাথায় হাতটি রেখে,
ঘুমিয়ে দিও আবার।
যদি কোনো জোসনারাতে,
আমার প্রাণ যায় ছুটে যায়,
তুমি তারে এনে রেখো,
তোমার মনের গহীন কোনায়।
যদি কোনো গাছের শাখে,
আমার প্রাণটা পাতার সাথে দুলে,
তুমি তারে ছিনিয়ে এনো,
মায়ার বাঁধন খুলে।
২২.০৭.২০০৯
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment