03 June 2016

প্রতিক্ষা

আজো মোহাচ্ছন্নের মতো
তোমার কণ্ঠস্বর শোনার
প্রতিক্ষায় থাকি।

অথবা চুরি করতে চাই
প্রতিটি বাক্য, প্রতিটি কথা।

মরা পাতা ঝরে যায়
শেষকালটায়, তবু আমি
বসি থাকি ঠায়,

কাঁঠালগাছেরই নিচে।

১০.০১.২০০৯
[এটি একটি কবিতার বই/২০১০]

No comments: