06 June 2016

আমি আজ বাঙালী

টিকে নাই কেউ টিকে নাই। কেউ টিকবেনা।
কবি ভুসুকু বলেন- আজ আমি বাঙালী হলাম।
যেদিন তিনি বাঙালী হলেন, সেদিন থেকেই;
ঠিক সেদিন থেকেই-বাঙাল বাঙাল বাঙাল,
শব্দে প্রতিশব্দে আকাশ বাতাস কম্পিত।

আমার জাতি আমার দেশ আজ
তোমার হাতে বন্দী।

ভাঙো ভাঙো সব বজ্রনৌকা।
ঐ গিরিশেখরের মুকুট। ভাঙো হিমালয়।
ভাঙো দেবব্রতচাঁড়াল, পুরোত আর রাজদরবার।
পুছলাম না তর রাজদরবার।

কবি কাহ্নপাদ বলেন- যাবো না।
যাবো না আমি আর রাজদরবারে।
আমি বাঙাল। বাঙালী আমি।
একজন বাঙালী দিবেনা পদধূলি,
তর ঐ রাজদরবারে।

রাজদরবারের প্রতি বর্গফুটে মানুষের রক্ত।
একজন বাঙালী রক্ত মারায়না।
দেখ্। দেখ্ একজন বাঙালী রক্ত মারায়না।
একজন বাঙালী হাতে তুলে নেয়-
সব ব্যাথা, পাপ, রক্ত, প্রতিবাদ।
একজন বাঙালী নীলকণ্ঠী।

একাই সব বিষ ঢেলে দিয়ে নিজ গলায়,
মানুষ বরন করি।

আমি আজ বাঙালী।
আর তুমি পুরোত, রাজদরবারে।
আমি শিব-হরহরি, বাঙাল-বাঙালী।

০৬.১১.২০০৯
[এটি একটি কবিতার বই/২০১০]

No comments: