অথবা অদ্ভুত এক
ইন্দ্রজাল ছড়িয়ে দেবো।
তোমাদের পায়ে,
তোমাদের পায়ে লেগে,
পরে যাবে তোমরা
কোনো গভীর সমুদ্রে।
কূলহীন সে সমুদ্র
দেখাবে তোমাদের,
এক অসম্ভব অসুন্দর।
আর তোমরা চিনবে,
সে মূল উৎস।
ঠিক চিনে নিবে
এক ইন্দ্রজালের ঝর্ণাধারা।
একজন কবি।
১৯.০২.২০১০
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
No comments:
Post a Comment