02 June 2016

গোপন ভাষণ

দীর্ঘ তন্দ্রার পর জেগে দেখি, আমি মৃত কোনো গোপন সত্ত্বা। মৃত্যুর স্বাদের মতো পার্শ্বছেদিত। সত্যি সকল কথা গোপনীয় নয়। মৃত্যুর স্বাদের মতো পুরাতন স্বাদ নেই। জন্মের স্বাদতো নতুনই কেবল। কে জানে গোপন কথা? যদি না কয় কেউ। গোপনই থাকুক সব সত্য ভাষণ। সত্ত্বাদের মতোন।

যে সত্ত্বারা রোজ রোজ মারা যায়, দাহ হয় রোজ রাতে চোখের ভেতর। আমিও পথিক পুরাতন পথের। আমার মতোন হোক কেবলই কৃষ্ণবর্ণ রাত। কে জানে সত্য কোথায়? মৃত্যুতেই তো সত্য লুকায়। আমি মৃত্যুর পথে খুঁজি সত্যের পথ। আমি নিরন্তর এক যাত্রায় সঁপেছি শপথ।

আমার পথেই থাক গোপন ভাষণ। জানি না কোনো আর্যসত্য। কোনোদিন জানিনি। 

০৭.১২.২০১১
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]

No comments: