03 June 2016

নৈর্ঋত

অদ্ভুত সময়ে... পাশাপাশি বয়ে চলা... সস্তা বিজ্ঞাপনের দৃশ্যের মতো... আনন্দ বেদনার কথায়... যাদের মুখভঙ্গি পরিবর্তিত হয় না। গলায় কাপড়ের শেকল... পরেও যারা নিজেদের... প্রভু ভাবে... যারা ভাবে... তারাই উপর তলার মানুষ। বাকীরা জীবনযুদ্ধে পরাস্ত... অপরাধী সৈনিক। অবিন্যস্ত চুলে আর কাপড়ে... যারা মর্মবেদনা উপলব্ধি করে। যারা মস্তিষ্কের রক্তক্ষরণ... টের পায় না। টের পায় না... ভেতরে কি হচ্ছে... যাদের করোটির খাঁচা একটি শুন্যবাক্সে রূপান্তরিত হয়... এটাই স্বার্থকতা। স্বার্থে... চতুরতায়... মোহ আর ছলনায় যারা জয়ী। পাশে একটা পুতুল... পতিতার মতো সাজিয়ে... যারা মুক্তি খোঁজে... নিজের এবং পুতুলের...

সত্যি... বড় বিচিত্র এ সময়... পাশাপাশি বয়ে চলে...

২৪.০৪.২০১০
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]

No comments: