রাত্তিরে এক অন্যরকম
গাছের ছবি দেখি,
রাত্তিরে এক অন্যরকম
পাতার ছায়া আঁকি।
রাত্তিরে এক অন্যরকম
সুগন্ধ আসে ভেসে,
রাত্তিরে এক অন্যরকম
জান্নাত কাছে আসে।
স্মৃতির পাতায় বসবাস করি
স্মৃতির সাথে হাত ধরাধরি
সুখদুঃখের লালন করি
সেই স্মৃতি হোক বিস্মৃতি।
যখন আমি থমকে থাকি
গাছের নিচে নদীর পাড়ে,
ধোঁয়াচ্ছন্ন পৃথিবী তখন
আর সকলি আমায় ছাড়ে।
২৪.০৯.২০০৮
[এটি একটি কবিতার বই/২০১০]
No comments:
Post a Comment