19 February 2017

অনুভূতিনামা ২

সংকটাপন্ন অস্তিত্বের প্রশ্নে আপসহীন সবে,
রাত শীঘ্র ফুরিয়ে ফুটবে দিনের আলো অবশ্য।
কর্মপরিধির শেষ সময় আজ রাত টুকুই-
কাল দিনে সময় পাবে না, ধরবে জড়া আলস্য।

[শব্দসত্যসুন্দরম্‌/২০১৩]

No comments: