19 February 2017

ব্যঞ্জনা

দুঃখনিশুতি রাত্তি বেলা
তোমার আমার যাত্রা দেবার কথা ছিলো।

তোমার যতো বেসাতি সব
ছাড়বে তুমি আমার তরে।
থরে থরে সাজিয়ে রাখবো সুখ।

দুঃখের যে শেষ প্রান্তে
ভাবেরও ব্যঞ্জনা
তাতে আমি আর তুমি গড়বো
দুঃখেরও এক বসত।

সুখের হাসি দেখতে চেয়ো না
দুঃখের সাথে দোস্তি তার।
সুখের ছোঁয়া পাইতে গেলে
দুঃখ পাইতে হয়।

তুমি এতো দূরে যে
সুখদুঃখ থেকেই দূরে।

০৩.০৯.২০০৯
[শব্দসত্যসুন্দরম্‌/২০১৩]

No comments: