15 February 2017

শুন্যশব্দ

অজানার পানে চেয়ে দেখো তুমি
অসীম শুন্যতা,
সে শুন্যতায় বাসা বাঁধে কিছু
আশা নিরাশার জাল,
সেই জাল কিছু পতঙ্গ ছিঁড়ে
কিছু কিছু আটকায়,
আটকানো সবে তড়পায় দেখো
সাক্ষী তিনটি কাল।
তিনটি কালের মিলন ঘটেছে
এইযে বর্তমান,
বর্তমানে রচে যাই শুধু
ব্যথার পর ব্যথা,
মহামহিম ও কোথায়গো তুমি
কোথায় তোমার রূপ?
বারবার দেখি বর্ণচ্ছটা
বাকি সব নিরাশায়।
এইযে হৃদয় গড়েছো তুমি
এটা কার অবদান?
তুমি কি জানোনা, তুমি ছাড়া হৃদি
শুধুই অন্ধকূপ।

১৪.০৬.২০০৯
[এটি একটি কবিতার বই/২০১০]

No comments: