12 February 2017

জনৈক নৈঃশব্দবতী

হে জনৈক নৈঃশব্দবতী,
এখন যান্ত্রিক যুগ। তাই হয়তো আর চিঠি দেয়া হয়না। শুধু কথা আর মেসেজ।
ভালো আছো...?

যে ফুলের মধু বেশি মিষ্টি, তার মৌমাছির অভাব হয়না।

না, না, না, হ্যা, হ্যা, হ্যা।
হ্যা, না, হ্যা, না, হ্যা, না।
না, হ্যা, না, হ্যা, না, হ্যা।

জান্নাত    জান্নাত    জান্নাত

হ্যা, হ্যা, হ্যা, না, না, না।
না, হ্যা, না, হ্যা, না, হ্যা।
হ্যা, না, হ্যা, না, হ্যা, না।

নাহয় অভাব মৌমাছির তার, মিষ্টি বেশি যে ফুলের।

আছো ভালো...?
মেসেজ আর কথা শুধু। হয়না দেয়া ছিঠি আর হয়তো তাই। যুগ এখন যান্ত্রিক।
জনৈক নৈঃশব্দবতী হে।

০৯.০১.২০০৯ 
[এতি একটি কবিতার বই/২০১০]

No comments: