13 February 2017

অনুভূতিনামা

অসম্ভবকে সম্ভব করো হে মুক্তচঞ্চল।
যদিও জেনো আকাশের নীল ভরবে বেদনায়।
যখন সকল আশা হারায়ে যাবে ঢেউয়ে,
তখনো সবাই যেনো তোমারেই খুঁজে পায়।

[এটি একটি কবিতার বই/২০১০]

No comments: