18 February 2017

স্তম্ভ

কবি,
দিব্যে দৃষ্টি দাও।
দেখো সেখানে আছে একটি স্তম্ভ।
সে স্তম্ভ একদিন ভেঙে পরবে নিশ্চয়।
তারপর তার ছায়ায় আশ্রিত কুকুরেরা,
স্তম্ভচাপায় মৃত কঙ্কালে পরিণত হবে।
দুইটি সভ্যতার সংঘাত অনিবার্য।

দেখো একটি স্তম্ভ ভেঙে পরেছে।
সেখানে আরেকটি স্তম্ভ দাঁড়িয়েছে।
আর সব নিরপরাধ নিষ্পেষিত
বিপ্লবীরা দ্বিতীয় স্তম্ভের নিচে,
জড়ো হচ্ছে।
মানবতা খুঁজে পাবে তার দরজা।
সুতরাং দেখো স্তম্ভের পতন এবং
দ্বিতীয় স্তম্ভের কারুকাজ।

১০.০৮.২০১০
[শব্দসত্যসুন্দরম্‌/২০১৩]

No comments: