কাকে আমি বলি স্বাধীনতা?
আমার দেশের মেয়েরা কি কামিজ পরবে,
ঠিক করে দেয় বলিউড।
আমার দেশের চিনির দাম,
বিশ নাকি একশ বিশ,
ঠিক করে দেয় দিল্লী।
দিনাজপুরে চাল চাষ হবে কিনা,
ঠিক করে দেয় ফারাক্কা।
কি চুক্তি হবে নাইকোর সাথে?
দক্ষিণ তালপট্টি কার?
নারিকেল জিঞ্জিরাতে মার্কিন নৌ ছাউনী বসবে কিনা?
আমাদের তেলগ্যাস কার ঘরে যাবে?
স্বাধীনতার আলামত!!
২৩.১২.২০০৮
[এটি একটি কবিতার বই/২০১০]
No comments:
Post a Comment