অন্ধকার এবং আলো
পাশাপাশি একসাথে বহুদিন।
বহুদিন তারা পাশাপাশি।
যখন ঈশ্বর বললেন- হও,
তখন কোনটা আগে হয়েছিলো জানিনা।
আলো নাকি অন্ধকার।
অথবা তারা যমজ সন্তান।
ঈশ্বর ভাবলেন- শুধু অন্ধকার হোক।
কিন্তু আলোও জন্মে গেলো।
অথবা ভাবলেন- আলো হোক।
কিন্তু অন্ধকারটাও জন্মে গেলো।
যাই হোক, হয়তো ঈশ্বর চেয়েছিলেন।
অথবা চাননি। হয়ে গেছে এমনি।
আলো এবং অন্ধকার।
আলো চারপাশে অন্ধকার।
অন্ধকারের ভেতর আলো।
পাশাপাশি একসাথে বহুদিন।
২৯.০৯.২০০৯
[এটি একটি কবিতার বই/২০১০]
No comments:
Post a Comment