যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো...। কি?
বলতে গিয়ে থমকে থামেন, মাথা চুলকে একটু ভাবেন,
কি যেনো বলেছিলেন,
মাইকেল টার্কি?!
উত্তর- উত্তম অতি, হঠাৎ পান কথায় গতি,
বাংলা প্রবাদে পান, কাঠামোবাদের গন্ধ।
নয় আর কোনো মিথ্যে বলা, মিথ্যা বললে গুনাহ হবে,
গুনাহ হলে মেঘ জমবে,
মেঘ জমলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে কাদা হবে,
কাদা রাস্তায় হাঁটতে গিয়ে, বিদ্যুৎহীন সন্ধ্যাবেলা, হোঁচট যদি খাও,
কোমরের সূক্ষ্ম হাড়, মহান আল্লার উপহার, ভাঙা হারের
দায়দায়িত্ব,
কার ঘাড়ে চাপাও?
বলি শোনো ভালো হও, ভালো ভালো কথা কও, আমার কথা
শোনো।
নেহাৎ তোমারা কোমল মতি, আমার কথা শোনো যদি,
বলতে পারি হলফ করে,
আমার আগে এই বাজারে, এই কথাটা প্রথম ছাড়ে,
১৩ খণ্ডের ছোট্ট বই, টীকাব্যাখ্যা সহকারে, ইম্মানুয়েল
কান্ট।
সাথে সাথে মাথার তার, খুলতে থাকে জটা তার,
খোলা চোখ থাকেও যদি,
জেগে থাকা বন্ধ। স্বপ্নে দেখি কুড়াল হাতে, আমার ঘাড়ে
চেপে বসে, কাঠামোবাদের গন্ধ।
১৬.০৮.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]