31 January 2018

সাম্য

যে নারী আজ আমার বুকে...
সে নারী কাল তোমার বুকে,
ভালোর চেয়ে আরো ভালো কাম্য।
বন্দী পাখি মুক্ত হতে আগে...
তাকে খাঁচায় বন্দী হতে হয়,
এভাবেইতো টিকে থাকে সাম্য।


১৮.১১.২০০৯ 
[প্রথম হলুদ হতে/২০১৮]

No comments: