আমি আমরা সবাই মিলে, একটা ফুল, ফুলের কণা।
আমরা হই সাপের বংশ, সাপের লেজ, সাপের ফণা।
আমাদের হাত কৃষকের হাত, রক্তে ফলাই ফসল।
শিকল আমরা, একটাই জোট, রক্তে করি গোসল।
আমাদের চোখ, পাখিদের চোখ, আকাশ পালি বক্ষে।
রাখি, বাড়ন্ত এক ছোট্ট আগুন,
ঢাকি হৃদয় কক্ষে।
আমাদের বুকে জমা হয় শুধু, সাত-সমুদ্র ক্ষোভ।
স্বপ্ন বুনি, স্বপ্নে মাতি। স্বপ্ন
সাজাই, সুশাসনের লোভ।
স্বপ্ন শুধু স্বপ্ন নয়
যে, দিবারত্রির
গণ্ডগোল।
খুলতে হবে সভ্যদের, প্রায় অদেখা কাছিমখোল।
আমরা, তেজোদীপ্ত জাগরণে, ঔজ্জ্বল্যে সূর্যমনা।
আমি আমরা সবাই মিলে, ফুলের কণা, সাপের ফণা।
২০.১০.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]
No comments:
Post a Comment