কতো কথা কইবার ছিলো...
ছিলো প্রাণে কতো সুর...
চেটেপুটে কথা সুর
একাকার... তুমি কতো দূর?
উহারা নিথর হয়ে, থাকে পরে পথ ধারে ,
ওই।
তোমারে খুঁজিয়া ফেরে, ওই এই... তবু তুমি কই?
তোমারে কইতে কথা, তাকায়াছি, গগনের গায়।
শুন্যতা কথা শুনে
সেখানে। তোমারেকি দেখা যায়?
রোজরাতে, দুই কাঠ পাশাপাশি,
যে আগুন জ্বালে।
তারিকি ছায়া পরে, এখানে ওখানে, এই দেয়ালে?
এখনো মরেনি যারা...
খুঁজে খুঁজে প্রশ্নের উত্তর।
তাদের ভেতরে, তুমি ছিলে, বা ছিলে না। কি কঠোর?
তুমি যদি নাই থাকো, তুমি কই, কেমনে জিগাই?
তুমি চাও, না পাওয়া সবের মতো,
তোমার পাই।
পাতা-পাখি, গাছ-ঘাস, উর্দ্ধমুখী, চায় উঠিবার।
কেন্, কেন্ তোমার আকার খোঁজা
বড় দরকার?
১৫.০৮.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]
No comments:
Post a Comment