#
শীত মানে এক লেপের তলায়,
সারা রাত্র স্বপ্ন দেখায়
ব্যস্ত।
শীত মানে এক আনন্দ
অনুভূতি।
অনেক কাপড় গায়ে দিয়ে,
দিনদুপুরে শীতের ভয়ে,
ভীতসন্ত্রস্ত।
শীত মানে এক হিটার ছেড়ে,
গিটারখানা হাতে নিয়ে,
গানাবাজানায় মশগুল।
শীত মানে এক বেঞ্চে বসা
প্রেমিক ও প্রেমিকা।
যখন তখন ভাগ্যে শিকা
ছিড়তে পারে,
হতে পারে মস্ত পারে ভুল।
শীত মানে এক রঙ্গিন
সন্ধ্যা ।
সাদাকালো সব রঙ্গিন। সব
রঙ্গিন হয়,
আর শীতসকালে রসের হাঁড়ি,
খেজুরের ঐ মিস্টি গন্ধ,
শীতের কথা কয়।
#
শীত মানে এক যুদ্ধ
শীত মানে এক সংগ্রাম,
শীত আমাদের বন্ধু
আর বন্ধুবৌ এর নাম।
শীত আমাদের পাপ
আর গতজম্মের কম্মফল,
শীত আমাদের ভাগ্য
আর ভাগ্যে আমরা অবিচল।
শীত মানে,
এক কম্বলে পুরো পরিবার,
দিতে হবে কাভার এবার।
মাথা ঢেকে ঘুমাবো যখন
পা কাঁপবে শীতে,
শীত আর শীতে কাঁপা
আমরা জানি যে মিতে।
তাই, যে বুড়ো আজ,
একটা লেপ একলা পেলে
বাঁচত,
সে বুড়োটা মরে গিয়ে শীতে
বাঁচিয়ে গেলো নাতনাতীদের
স্বাস্থ্য।
১২.০২.২০১০
[প্রথম হলুদ হতে/২০১৮]
No comments:
Post a Comment