শব্দেরা আর আসতে চায় না
দুঃখে।
বলে থাক। যেখানে আছি, থাকি।
থাকি হৃদয়ে... থাকি অন্তরে... থাকি মুখে...
থাকি মগজে... থাকি বুকে... থাকি চোখে...
শুধু কেনো প্রকাশ হতে
যাবো কাগজে?
আগে যেমন সুখে-দুঃখে, আনন্দে...
নিশ্চয়তা-অনিশ্চয়তা, বেদনায়...
কথা বলতে না পারার সময়েও...
ঠিক প্রকাশিত হয়ে যেতে
মহিমায়...
এখন আর কেন তা হও না?
মানবের মন সবচেয়ে বড়
কাগজ।
সারাদিন সেখানে লেখা
চলে।
সারারাত সেখানে গোছানো
হয়।
সারমর্মের নকল দেখানো হয়
স্বপ্নে।
এর চেয়ে বেশি আর কি
চাইবার আছে?
মানবের মন এক জীবন্ত
কলম।
সবসময় ছুটে চলে...
লিপিবদ্ধ করার জন্য
ব্যস্ত থাকে,
সবসময়। যা ঘটে... যা ঘটে না...
এরপরো কতো কিছু না লেখা
থাকে!
তারপরও যা কিছু না লেখা
থাকে...
তাই লেখা হোক সম্ভ্রমে...
শব্দে শব্দে দুনিয়া
ভরুক।
সবাই জানুক নতুন...
আর কিইবা চাওয়ার আছে?
[প্রথম হলুদ হতে/২০১৮]
No comments:
Post a Comment