03 February 2018

আমি

আমারে নিয়া কি কিছু বলার আছে?
বেফাঁস বলে যদি ফেঁসে যাই পাছে!
দীর্ঘ বেদনা আছে। তবু বলে যাই,
নশ্বর পৃথিবীতে নশ্বরতা চাই।

পুলকিত এই ভেবে, কেউ নয় সত্য।
শঙ্কা-দ্বিধাহীন, ধারনাই পথ্য
কিন্তু তবু, সব চলে ঠিকঠাক। হাস্যকর!
নশ্বর পৃথিবীতে হতে চাই নশ্বর।


১৫.০৯.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]

No comments: