আমারে নিয়া কি কিছু বলার
আছে?
বেফাঁস বলে যদি ফেঁসে যাই
পাছে!
দীর্ঘ বেদনা আছে। তবু
বলে যাই,
নশ্বর পৃথিবীতে নশ্বরতা
চাই।
পুলকিত এই ভেবে, কেউ নয় সত্য।
শঙ্কা-দ্বিধাহীন, ধারনাই পথ্য
কিন্তু তবু, সব চলে ঠিকঠাক। হাস্যকর!
নশ্বর পৃথিবীতে হতে চাই
নশ্বর।
১৫.০৯.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]
No comments:
Post a Comment