আগামী বছর
দেশ ভরে যাবে আপোষহীন নেতায়।
বিগত বছরগুলোতে দেশ যেমন ছেয়ে গিয়েছিলো
সংগ্রামী নেতায়।
আপোষহীনতায় ভুগতে ভুগতে আমরা ক্লান্ত হয়ে গেলে
দেশের জিডিপি বেড়ে যায়।
আপোষহীনতায় দেশ ধুকতে ধুকতে এগিয়ে যায়
অলৌকিক সমৃদ্ধির পথে।
সমৃদ্ধির পথে হাঁটতে হাঁটতে আপোষহীন নেতারা
পোষ মেনে গেলে
জনতা সংগ্রামী হয়ে যায়।
আগামী বছর
সংগ্রামী জনতার কণ্ঠে চিৎকার শোনা যায়।
০৭.১২.২০১৭
দেশ ভরে যাবে আপোষহীন নেতায়।
বিগত বছরগুলোতে দেশ যেমন ছেয়ে গিয়েছিলো
সংগ্রামী নেতায়।
আপোষহীনতায় ভুগতে ভুগতে আমরা ক্লান্ত হয়ে গেলে
দেশের জিডিপি বেড়ে যায়।
আপোষহীনতায় দেশ ধুকতে ধুকতে এগিয়ে যায়
অলৌকিক সমৃদ্ধির পথে।
সমৃদ্ধির পথে হাঁটতে হাঁটতে আপোষহীন নেতারা
পোষ মেনে গেলে
জনতা সংগ্রামী হয়ে যায়।
সংগ্রামী জনতার কণ্ঠে চিৎকার শোনা যায়।
No comments:
Post a Comment