28 August 2020

আগামী বছর

আগামী বছর
দেশ ভরে যাবে আপোষহীন নেতায়
বিগত বছরগুলোতে দেশ যেমন ছেয়ে গিয়েছিলো
সংগ্রামী নেতায়
আপোষহীনতায় ভুগতে ভুগতে আমরা ক্লান্ত হয়ে গেলে
দেশের জিডিপি বেড়ে যায়
আপোষহীনতায় দেশ ধুকতে ধুকতে এগিয়ে যায়
অলৌকিক সমৃদ্ধির পথে
সমৃদ্ধির পথে হাঁটতে হাঁটতে আপোষহীন নেতারা
পোষ মেনে গেলে
জনতা সংগ্রামী হয়ে যায়
 
আগামী বছর
সংগ্রামী জনতার কণ্ঠে চিৎকার শোনা যায়
 
০৭.১২.২০১৭

No comments: