30 August 2020

আমার হৃদয়

আমার হৃদয় আটকায়ে গেছে...
বহুদূর গড়া পাকুর গাছের শিকড়ে।
 
আমার হৃদয় আটকায়ে গেছে...
উড়তে উড়তে ডিগবাজি খাওয়া
          ঘিন শকুনের উদরে।
 
আমার হৃদয় আটকায়ে গেছে...
উঁচা আকাশের ঝাপসা মেঘের ভাজে।
 
আমার হৃদয় আটকায়ে গেছে...
বাঙালী নারীর শেষ হতে হতে
          শেষ না হওয়া সাজে।
 
০৯.০৯.২০১৪

No comments: