31 August 2020

এ জীবন

এ জীবন সাপেদের
বন্ধুর পথ চলে
বন্ধুর খোঁজে...
 
এ জীবন কুকুরের
খোঁজ চলে খাবারের
পাহাড়ের খাঁজে...
 
এ জীবন পাখিদের
বাসা বাঁধে স্বপ্নের
আকাশের ভাঁজে...
 
এ জীবন শুশুকের
মায়া আর কুহকের
রাত্রের ভোজে...
 
এ জীবন ব্যাঙেদের
পৃথিবীটা হলো গোল
পেটেদের মতো...
 
এ জীবন শুয়োরের
পিস পিস হয়ে যাওয়া
মাংসের মতো...
 
এ জীবন মানুষের নয়।
 
০৮.০৮.২০১৪

30 August 2020

আমার হৃদয়

আমার হৃদয় আটকায়ে গেছে...
বহুদূর গড়া পাকুর গাছের শিকড়ে।
 
আমার হৃদয় আটকায়ে গেছে...
উড়তে উড়তে ডিগবাজি খাওয়া
          ঘিন শকুনের উদরে।
 
আমার হৃদয় আটকায়ে গেছে...
উঁচা আকাশের ঝাপসা মেঘের ভাজে।
 
আমার হৃদয় আটকায়ে গেছে...
বাঙালী নারীর শেষ হতে হতে
          শেষ না হওয়া সাজে।
 
০৯.০৯.২০১৪

29 August 2020

আন্তর্জাতকতাবাদ

চীম্মামা চীম্মামা
মায়ানমারকে কামড় দিয়ে ভেঙে ফেলি?
আম্রিকাকা আম্রিকাকা
সৌদিকে তেলে ভেজে খেয়ে ফেলি?
 
ইস্রায়েলের নখের ফাকে পেন্সিল রেখে চাপদি?
সুদান থেকে ফিতা এনে কিমজঙুনের মাপদি?
 
১৬.০৯.২০১৭

28 August 2020

আগামী বছর

আগামী বছর
দেশ ভরে যাবে আপোষহীন নেতায়
বিগত বছরগুলোতে দেশ যেমন ছেয়ে গিয়েছিলো
সংগ্রামী নেতায়
আপোষহীনতায় ভুগতে ভুগতে আমরা ক্লান্ত হয়ে গেলে
দেশের জিডিপি বেড়ে যায়
আপোষহীনতায় দেশ ধুকতে ধুকতে এগিয়ে যায়
অলৌকিক সমৃদ্ধির পথে
সমৃদ্ধির পথে হাঁটতে হাঁটতে আপোষহীন নেতারা
পোষ মেনে গেলে
জনতা সংগ্রামী হয়ে যায়
 
আগামী বছর
সংগ্রামী জনতার কণ্ঠে চিৎকার শোনা যায়
 
০৭.১২.২০১৭

27 August 2020

অর্থ

অর্থ তরল পদার্থের মতো...
ধর্মমতে নিচের দিকে গড়িয়ে যায়।
আমি নিচে নামতে নামতে,
আরো নিচে নামতে চাই।
যতোটুকু নিচে নামলে...
অর্থের নদী সমুদ্রে মিশে যায়।
বিশাল সমুদ্র থেকে আমি,
দুহাত ভরে জল তুলবো।
 
ঈশ্বর বলেন- অর্থ বায়বীয়।
উদ্বায়ু পদার্থের মতো।
বন্ধ করলে থাকে,
খুলে দিলে বাতাসে মিলিয়ে যায়।
 
২১.০৮.২০১৫