জাদুকরী শব্দের পরপর বসে যাক...
যেভাবে তারা বসতে চায়...
শব্দেরা নিজেরা সাজুক।
যেভাবে সাজলে তাদের অপরূপা লাগবে...
সেভাবেই তারা সাজুক।
তারা বসুক নিজেদের মতো...
যাতে তারা হয়ে ওঠে আরো প্রাণবন্ত।
যেভাবে ইট পরপর বসে গিয়ে...
সাজিয়ে তোলে ইমারত...
সেভাবে শব্দরা তাদের ইমারত গড়ুক।
আর তারা নিজেদের সাজিয়ে নিক...
যেভাবে তারা নিজেদের সাজাতে চায়।
যেভাবে সজীব কোষেরা পরপর বসে গিয়ে...
গড়ে তোলে বৃহৎ জীবন্ত প্রাণী...
সেভাবেই জীবন্ত করুক, শব্দেরা নিজেদের।
শব্দেরা নিজেদের, স্বাচ্ছন্দ্যে করে তুলুক...
আরো প্রাণবন্ত।
শব্দেরা নিজেদের মতো করে এগিয়ে যাক।
যেভাবে এগিয়ে যায় নদী...
শেষের খবর কি শুরু জানে,
বা শেষ কি জানে শুরু?
তবুতো নদীরা স্রোতস্বিনী হয়।
তবু প্রবাহিত হয় বছর বছর।
তেমনি শব্দেরা বয়ে চলুক...
নিজেদের মতো...
যেভাবে তারা চলতে চায়...
তারা জানবেনা কোনো শেষ বা শুরু।
শব্দেরা ফুটুক ফুলের মতো...
রঙীন, আরো রঙীন হয়ে ফুটুক।
যেভাবে ফুটলে তাদের অর্ঘ্যে দেয়া যায়...
দেবতার পায়।
কবিতারা ফুলের মতো ফুটুক...
পবিত্র হয়ে ফুটুক...
ঝরে যাওয়ার আগে যেন,
বীজ রেখে যায়...
কবিতারা চাঁদের মতো উঠুক...
বা না উঠুক, কখনো কখনো।
থাকলে হবে- আছে। আর...
না থাকলে হবে- ছিলো, আবার হবে।
উঠুক বা কখনো কখনো না উঠুক...
তবু তারা উঠুক, যখন যারা উঠতে চায়।
শব্দেরা সন্তান হোক...
যত্নে থাকুক সে কারিগরের কোলে।
যত্নে থাকুক সে কারিগরের কোলে।
সন্তানের মতো তারা মায়া ছড়াক...
যুগ থেকে যুগে।
তাদের ঘাটতি, তৈরী করুক হিংসা।
শব্দেরা মায়ায় পূর্ণ হোক...
শব্দেরা মমতা দিক...
দিকেদিকে মমতা দিক।
মমতার অভাবে তারা ছড়াক ভ্রান্তি।
শব্দের ভ্রান্তিতে জড়িয়ে যাক সমস্ত হিংসা।
যেখানে ভুল আছে, মিথ্যা আছে, দ্বেষ আছে...
শব্দেরা সেখানে শাসন করুক।
শব্দেরা শাসন করুক, সত্যযুগের মতো।
যে যুগে শব্দেরা সত্য ছিলো।
শব্দেরা সত্য হোক...
শব্দেরা ভালোবাসা দিক...
শব্দেরা পথ দেখাক...
আর তারা দিবে বাণী।
শব্দেরা পূর্ণ হোক, ঐশ্বর্যের পথে।
তারা নিয়ে যাবে যে পথে...
সে পথ সুগম করবে, বাণী।
আর তাকে বলা যাবে, শেষ গন্তব্য।
শব্দেরা ঝর্ণা হোক...
আর তারা তৈরী করুক সুর।
সে সুরে মুর্ছা যাবে, বর্তমান।
সে সুর ঢেউ এর মতো...
একসাথে আলাদা।
শব্দেরা সবাই একসাথে আলাদা।
শব্দেরা আরো রূপবতী হোক।
নিজেরা সেজে থাকুক...
যেভাবে সেজে থাকে...
প্রকৃতি-প্রতিবেশ।
শব্দেরা আশীর্বাদ হোক...
সে এসে ধরা দিক, আমার হাতে।
শব্দের দেবী হও তুমি...
যেনো তুমি চাইলেই শব্দেরা জীবন্ত হবে।
০১.০৪.২০১৩
No comments:
Post a Comment