28 July 2017

তুমি ভোর, জীবনের মতো দীর্ঘ

তুমি ভোর হও
তুমি ভোরের আকাশ হও
তুমি ভোরের আকাশের মতো বিশাল হও
যে আকাশ আমাদের আগলিয়ে রাখে,
যে আকাশ আমাদের তার দিকে ডাকে,
সে আকাশের মতো তুমি...
বিশাল হও
তুমি ভোর হও

তুমি ভোরের মতো ফোটো
তুমি ভোরের আলোর মতো ফোটো
তুমি ভোরের আলোর মতো পবিত্র হয়ে ফোটো
যে ভোরের আলো ফুটে- চারদিক আঁকড়ে ধরে,
যে ভোরের আলো ফুটে- দশদিক ছড়িয়ে পরে,
সে ভোরের আলোর মতো তুমি...
পবিত্র হয়ে ফোটো
তুমি ভোরের মতো ফোটো

তুমি ভোরের মতো ছড়িয়ে যাও
তুমি ভোরের মেঘের মতো ছড়িয়ে যাও
তুমি ভোরের মেঘের মতো চঞ্চল, ছড়িয়ে যাও
যে ভোরের মেঘ, ছড়িয়ে গিয়ে- মুগ্ধ করে,
যে ভোরের মেঘ, ছড়িয়ে গিয়ে- স্নিগ্ধ করে,
সে ভোরের মেঘের মতো তুমি...
চঞ্চল, ছড়িয়ে যাও
তুমি ভোরের মতো ছড়িয়ে যাও

তুমি ভোরের মতো ফোটো
তুমি ভোরের রঙের মতো ফোটো
তুমি ভোরের রঙের মতো রূপ নিয়ে ফোটো
যে রঙ ছড়িয়ে গিয়ে- জগত রঙিন হয়,
যে রঙ ছড়িয়ে গিয়ে- জগত জোড়ালো হয়,
সে ভোরের রঙের মতো ফোটো তুমি...
রঙিন রূপ নিয়ে
তুমি ভোরের মতো ফোটো

তুমি ভোরের মতো ছড়িয়ে যাও
তুমি ভোরের বাতাসের মতো বয়ে যাও
তুমি ভোরের বাতাসের মতো বয়ে গিয়ে সুখী করো
যে বাতাস বয়ে গিয়ে স্নিগ্ধ করে,
যে বাতাস বয়ে গিয়ে সমৃদ্ধ করে,
সে ভোরের বাতাসের মতো তুমি...
বয়ে গিয়ে শান্ত করো
যে বাতাস বয়ে গেলে- পাপ ঝরে যায়,
যে বাতাস বয়ে গেলে-
প্রাণ বেঁচে থাকে আরো
সে ভোরের বাতাসের মতো তুমি...
বয়ে গিয়ে সুখী করো
তুমি ভোরের বাতাসের মতো বয়ে যাও
তুমি ভোরের মতো ছড়িয়ে যাও

তুমি ভোরের মতো দুলো
তুমি ভোরের পাতার মতো দুলো
তুমি ভোরের সবুজ পাতার মতো দুলো
যে দোলায় আমাদের, প্রাণে দুলে স্বপ্ন,
যে দোলায় আমরা- স্বপ্নে মগ্ন,
সে ভোরের পাতার মতো তুমি...
সবুজ হয়ে দুলো
তুমি ভোরের মতো দুলো

তুমি ভোরের মতো ওড়ো
তুমি ভোরের পাখির মতো ওড়ো
তুমি ভোরের চড়ুই পাখির মতো ওড়ো
যে চড়ুই রোজ ভোরে- মেলে দেয় ডানা,
যে চড়ুই পাড়ি দেয়- অশেষ অজানা,
সে ভোরের পাখির মতো তুমি...
অজানায় ওড়ো
যে চড়ুই দান করে- জন্মের সবটা,
যে চড়ুই ঝাপটায়- সাহসের ঝাপ্টা,
সে ভোরের পাখির মতো তুমি...
সাহসী, ওড়ো
তুমি ভোরের পাখির মতো ওড়ো
তুমি ভোরের মতো ওড়ো

তুমি ভোরের মতো ফোটো
তুমি ভোরের ফুলের মতো ফোটো
তুমি ভোরের ফুলের  মতো শ্বাশ্বত হয়ে ফোটো
যে ফুল আমাদের, বাঁচিয়ে রাখে দীর্ঘ,
যে ফুল আমাদের, প্রাণের মহার্ঘ্য,
সে ভোরের ফুলের মতো তুমি...
শ্বাশ্বত হয়ে ফোটো
তুমি ভোরের মতো ফোটো

তুমি পবিত্র হও
তুমি সত্য পবিত্র হও
তুমি শান্ত-সুখী, স্নিগ্ধ-পবিত্র হও
যে পবিত্রে আমাদের প্রবল আকুতি,
যে পবিত্রে আমাদের যৌথ সম্মতি,
সে পবিত্রের মতো তুমি...
সত্য হও
তুমি পবিত্র হও

তুমি জীবনের মতো দীর্ঘ হও
তুমি জীবনের পথের মতো দীর্ঘ হও
যে পথে হাঁটতে আমরা ক্লান্ত হইনা,
যে পথে হাঁটতে চাই, থামতে চাই না,
সে জীবনের পথের মতো তুমি...
দীর্ঘ হও
তুমি জীবনের মতো দীর্ঘ হও

তুমি ভোর হও
তুমি জীবনের মতো দীর্ঘ হও

০৮.০৮.২০১৩

No comments: