চকচকে চোখ দেখে লোভ কোরো না।
ওরা তোমাদের গর্তে নিয়ে যাবে।
প্রবেশপথে রঙিন স্বপ্ন আঁকা...
এখানে ওখানে ছড়ানো থাকবে সাফল্যের ফুল।
শেষ পথে তোমরা পাবে সত্য...
সেখানে কোনো স্বপ্ন নেই...
সেখানে কোনো রঙ নেই...
সত্য নেই... সাফল্য নেই...
সত্যের শপথ করে ওরা তোমাদের নিয়ে যাবে...
মিথ্যার কাছে।
লোভাতুর লালা ফেলে বিভ্রান্ত হয়ো না।
ওরা তোমাদের চোরাবালিতে নিয়ে যাবে।
জ্ঞানের শপথ করে শেখাবে ভুল।
বলবে এখানে জ্ঞান পাওয়া যায়...
বলবে এখানে তথ্য পাওয়া যায়...
এখানে কোনো জ্ঞান নেই...
কোনো তথ্য নেই... কোনো ধারণা নেই...
এখানে আছে চাতুরী আর শঠতা...
শঠতায় যারা শীর্ষে, তারাই এখানে প্রদর্শক।
ওরা তোমাদের নিয়ে যাবে পাহাড়ের চূড়ায়।
তারপর ঠেলে ফেলে দিবে নিচে।
আর হাসবে... এটাইতো অভিজ্ঞতা...
এখানে কোনো অভিজ্ঞতা নেই...
এখানে আছে কাগজ...
এখানে আছে সংখ্যা...
এখানে আছে মূর্খতা...
মূর্খতা ঢাকার বেহায়া চেষ্টা।
ওরা তোমাকে দেখাবে চাঁদ...
দেখাবে ফুল... দেখাবে মধু।
জেনে রেখো... চাঁদের পিঠে তোমরা পাবে কঙ্কর...
ফুলের পেটে জীবাণু...
আর মধুতে পাবে বিষ।
এখানে জ্ঞানের শপথ করে শেখানো হয় মূর্খতা...
এখানে মূর্খরাই জ্ঞানী...
এখানে জ্ঞানের শপথ করে শেখানো হয় ধূর্ততা...
এখানে ধূর্তরাই জ্ঞানী।
আর ওরা তোমাকে শেখাবে বিবেক।
তোমার পিঠে ছুরি চালিয়ে...
ওরা তোমাকে শেখাবে বিবেক।
যারা তোমাকে বিবেক শেখাবে...
তারা নিজেরাই জড়যন্ত্র।
অনেক আগেই বিক্রি হয়ে যাওয়া মগজ...
আর অর্থের পাঁজরে বন্ধ হওয়া মনে...
ওরা তোমাকে শেখাবে বিবেক।
এখানে বিবেক মানে ছুরি চালানো...
এখানে বিবেক মানে পিঠ দেখানো...
বিবেক মানে পদলেহন... বিবেক মানে নির্লজ্জতা...
বিবেক মানে মিথ্যা আর মূর্খতা।
ওরা তোমাকে ছলনাময়ী রাক্ষসীর কাছে নিয়ে যাবে।
দিনের বেলায় যে রাজবধূর রূপ ধরে থাকে।
যথাসময়ে ঘাড় মটকে রক্ত চুষে খায়।
শিক্ষার শপথ করে ওরা তোমাকে শেখাবে...
দালাল হতে।
ওরা তোমাকে সাহায্য করবে দালাল হতে।
ওরা বলবে- জ্ঞানীরাই দালাল
আর দালালরাই জ্ঞানী।
ওরা তোমাকে কর্মী হতে বলবে।
ওরা তোমাকে কর্মঠ কর্মী হতে বলবে।
তোমার শ্রমে ওরা কেউ রাজবংশে যাবে।
যেমন অনেকের শ্রমে তুমি
দালাল হয়েছো... কর্মী হয়েছো...
ওখানে যেয়ো না।
চকচকে চোখ দেখে লোভী হয়ো না।
ওদের হাসিতে মেশানো আছে বিষ।
ওদের কথায় মেশানো আছে স্বার্থ।
ওদের মনে আস্তানা গেড়েছে কাগজ...
আর ওদের মগজে অর্থ।
কোমলমতিদের ওরা ধরে ধরে নিয়া যায়।
চকচকে চোখ দেখায়...
তারপর হ্যামিলনের বাঁশিঅলার মতো...
সারি ধরে সমুদ্রে নিক্ষেপ করে।
ওরা সত্যের শপথ করে পাঠ করে মিথ্যা...
ওরা জ্ঞানের শপথ করে পাঠ করে শঠতা...
আর ওরা নিজেদের মনে করে মহান...
আর ওরা নিজেদের মনে করে সভ্য...
আর ওরা নিজেদের মনে করে বিবেকবান...
বিবেক তো ওরা বন্ধক রেখেছে মিথ্যায়।
সভ্যতা শঠতায় আর মহানতা মূর্খতায়।
ওরা কয়েকটা দালান গেড়েছে।
আর বলেছে এখানে জ্ঞান বিক্রি হয়...
আর বলেছে এখানে জ্ঞান বিলি হয়...
জ্ঞান এখানে তিন বেলা পাওয়া যায়।
বাতাসের মতো আর পানির মতো...
তোমাকে শুধু আসতে হবে...
মুখ হা করতে হবে...
বড়ি নিজে নিজেই হজম হবে।
এই বড়ি হজম করো না।
বড়িতে বিষ... বড়িতে মূর্খতা... বড়িতে শঠতা।
হজম হওয়ার পর তোমরা মোহে আচ্ছন্নের মতো...
দালাল হতে চাইবে... কর্মী হইতে চাইবে।
বড়িবিক্রেতা হতে চাইবে... বুদ্ধিজীবী হতে চাইবে।
সেই বড়ি হজম করো না...
এখানে দালানে কোনো স্বপ্ন নেই...
এখানে দালানে কোনো আশা নেই...
দালান ঘিরে আছে মিথ্যা মায়া।
১৯.০৩.২০১৪